শিরোনাম
ইসি ও সরকার জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ : সিপিবি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ২২:৪৪
ইসি ও সরকার জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ : সিপিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ‘নির্বাচন কমিশন, সরকার জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ।


রবিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।


বিবৃতিতে নেতাদ্বয় সবার ভোটাধিকার ও করোনা সুরক্ষা নিশ্চিত করে উপযুক্ত সময়ে স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানান।


নেতৃদ্বয় বলেন, স্বচ্ছ ও সুষ্ঠু ভোট না হওয়ার কারণে সাধারণ মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন ও ‘প্রহসনের অবস্থা’বন্ধ করতে হবে। এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।


তারা আরো বলেন, স্থানীয় উন্নয়ন কার্যত্রুম, জবাবদহিতা ও জনগণের অংশগ্রহণের জন্য নিয়মিত স্থানীয় সরকার নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি, এ জন্য বর্তমান করোনা পরিস্থিতিতে সব মানুষের করোনা সুরক্ষা ও ভোটাধিকার নিশ্চিত করার সুনির্দিষ্ট পদক্ষেপ জনগণকে জানিয়ে উপযুক্ত সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বিবেচনা করতে হবে। নির্বাচনে প্রার্থী হওয়া ও প্রচারের সুযোগও নিশ্চিত করতে হবে।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com