শিরোনাম
প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে যুবলীগ ভুমিকা রাখছে: নিখিল
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ২২:১৩
প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে যুবলীগ ভুমিকা রাখছে: নিখিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে যুবলীগ। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং শোষিত নির্যাতিত মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।


সোমবার (২৩ নভেম্বর) বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।


নিখিল বলেন, যুবলীগ নানা সময়ে কিছু ক্ষমতালোভী রাজনীতিবিদের কারণে বিতর্কের মুখে পড়েছে সংগঠনটি। বিতর্কের কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরেছে যুবলীগ। মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে যুবলীগ।


তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাকেই এখন যুবলীগের আদর্শ হিসেবে দেখছে সংগঠনটি। অর্থাৎ অতীতের সকল বিতর্ক পেছনে ফেলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে শেখ মনির কাঙ্ক্ষিত যুবলীগ প্রতিষ্ঠা লাভের আলোর ঝলকানি এখন সংগঠনটি জুড়ে।


যুবলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, করোনা সংকটে মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছে যুবলীগ। সারা দেশে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক যুবলীগ। কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব মহানগর, জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের প্রতিটি ইউনিট অসহায় মানুষকে সহায়তা করে আসছে।


এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী এমপি, হাবিবুর রহমান পবন, নবি নেওয়াজ, এনামুল হক খান, সাজ্জাদ হায়দার লিটন, সুভাষ চন্দ হাওলাদার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতবর, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com