শিরোনাম
‘মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহীদের মহান বাণী নিয়ে’
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ১৫:০০
‘মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহীদের মহান বাণী নিয়ে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহীদের মহান বাণী নিয়ে।।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা এ কথা বলেন। তিনি বলেন, ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।


‘সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতায় বিশ্বাস করতো, তখন মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদকে (সা.) রহমতস্বরূপ বিশ্বজগতে পাঠিয়েছিলেন।’


তিনি বলেন, সবধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়,অবিচার ও দাসত্বের শৃঙ্খলা ভেঙ্গে মানব সত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছেন মহানবী মুহাম্মদ (সা.)। তিনি নিজ যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন দুঃখ - কষ্টের বিনিময়ে যে জীবনাদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করে মুসলিম উম্মাহর প্রতি ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।


বিবার্তা/জাহিদ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com