শিরোনাম
সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা করে: রওশন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ১৫:৫৬
সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা করে: রওশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


রবিবার (২৫ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে ধারণ করে সবার সুখ- শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে শারদীয় দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা করে থাকে।


বিরোধীদলীয় নেতা আরো বলেন, এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থেকে এবং সবাইকে সুস্থ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।


বিবার্তা/বিপ্লব/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com