শিরোনাম
পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিতে হবে: তোফায়েল
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৮:৩৯
পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিতে হবে: তোফায়েল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দলের পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিতে হবে। পাশাপাশি যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, অসামাজিক কাজ করে তাদের সংগঠন থেকে বের করে দিতে হবে।


মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তোফায়েল বলেন, বর্তমানে দেশে করোনার মত একটি খারাপ সময় যাচ্ছে। সেই খারাপ সময়ের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দরভাবে আমরা এগিয়ে চলছি। এর মধ্যেও আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমাদের মাথা পিছু আয় ভারতের চেয়ে বেশি হয়েছে।


তিনি বলেন, শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী নির্বাচীত হয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এই করোনার মধ্যে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপে দেশের মানুষ আজকে ভালো আছে।করোনার মধ্যে গ্রামে গ্রামে আমরা প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিয়েছি। এছাড়া আমরা নিজ উদ্যোগেও মানুষের মাঝে ত্রাণ দিয়েছি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com