শিরোনাম
আওয়ামী লীগের সম্মেলনে জয়কে ফোকাস করা হবে
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৬:০৯
আওয়ামী লীগের সম্মেলনে জয়কে ফোকাস করা হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ক্ষমতাসীন আওয়ামী লীগরে ২০তম জাতীয় সম্মলেনে বঙ্গবন্ধু, শেখ হাসিনার পাশাপাশি দলের ভবিষ্যত নেতা হিসেবে সজিব ওয়জেদ জয়কে ফোকাস করা হবে বলে জানয়িছেন দলের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।


শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সাজসজ্জা উপ-কমটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ওবায়দুল বলেন, ২০তম জাতীয় সম্মলনে ব্যক্তিগত পোস্টার, ব্যানার, বিলবোর্ড বাদ দিতে হবে। প্রচারের ক্ষেত্রে দলীয় সভাপতি শেখ হাসিনার পাশাপাশি দলের ভবিষ্যত নেতা হিসেবে সজিব ওয়াজেদ জয়কে ফোকাস করতে হবে। তাছাড়া এই পরিবারের পুতুল, টিউলিপসহ অন্য সদস্য এবং জাতীয় চার নেতাকে ফোকাস করা হবে।


বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভারতের কাছ থেকে হতাশ হয়ে বিএনপি যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিএনপি ভাবছে, তারা (যুক্তরাষ্ট্র) তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই।


তিনি আরো বলেন, প্রকাশ্য শত্রু হিসেবে বিএনপি বিরোধী দলের ভূমিকায় ব্যর্থ। তারা এখন ভারতের বিরোধিতা করছে। জনগণের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।


সম্মেলনকে কেন্দ্র করে শত্রুদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে কাদের বলেন, আওয়ামী লীগের প্রকাশ্য কোনো শত্রু নেই। তবে এটাও মনে করার কারণ নেই যে, অপ্রকাশ্য শত্রুরা কোনো ষড়যন্ত্র করছে না। গোপন শত্রুদের থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। তারা কখনও আমাদের সম্মেলনের সফলতা চাইবে না।


সম্মেলনে শৃঙ্খলা রক্ষার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের নেত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য অনেককে ক্ষমা করে দিয়েছেন। তবে ভাববেন না এটা স্থায়ী ক্ষমা। শৃঙ্খলায় যাতে বিঘ্ন না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে সম্মলন প্রস্তুতি সাজসজ্জা উপ-কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/ওরিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com