শিরোনাম
যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১২:১১
যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ ৬ জুলাই যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০২ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ।


চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করবে সংগঠনটি। এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবে দলটি।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এক বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


অপু উকিল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে পালন করা হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com