
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সম্পূর্ণ সুস্থ আছেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (৬ জুলাই) সকালে ব্যারিস্টার কাজল তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইন্তেকাল করেছেন বলে সোমবার রাত থেকে অনেকেই গুজব ছড়িয়েছেন। আমি তাদের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি, কিছুক্ষণ আগে স্যার এবং তাঁর স্ত্রী প্রফেসর শাহিদা রফিকের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার তখন নাস্তা করছিলেন। তারা তাদের ইস্কাটনের বাসায় আছেন। স্যার কোনো হাসপাতালে ভর্তিও হননি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
কাজল আরো লিখেছেন, স্যারের শারীরিক সুস্থতা নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়াবেন না। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ফেসবুকে কয়েকদিন ধরেই স্যারের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। স্যার বাসায় সুস্থ আছেন এবং তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]