শিরোনাম
করোনা আক্রান্তদের পাশে থাকার ঘোষণা জাপা’র
প্রকাশ : ২২ জুন ২০২০, ১৭:২৭
করোনা আক্রান্তদের পাশে থাকার ঘোষণা জাপা’র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।


তিনি বলেন, করোনা আক্রান্তদের সহায়তা করতে জাতীয় পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য কাকরাইলের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে।


তিনি বলেন, পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়ক কমিটি এই কন্ট্রোল রুম থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা, ওষুধ ও হাসপাতালে ভর্তিসহ সর্বাত্মক সহায়তা করবে।করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে এই কমিটি মৃত ব্যক্তির দাফনেও সহায়তা করবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই কমিটি বিস্তৃত করা হবে।


জাপা চেয়ারম্যান বলেন, করোনা আক্রান্তদের সহায়তার জন্য ঢাকাসহ সারা দেশে এলাকা ভিত্তিক টিম গঠন করা হবে। এই টিম করোনা আক্রান্তদের পরীক্ষা করতে সহায়তা করবে, চিকিৎসা সহায়তায় গাইড লাইন দেবে, কারো রিপোর্ট করোনা পজেটিভ এলে তাকে বাসা ও হাসপাতালে চিকিৎসা পেতে সহায়তা করবে। এছাড়া, করোনা নিয়ে সচেতনতা সৃষ্টি ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।


জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্টির মহাসচিব
মসিউর রহমান রাঙ্গাঁ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com