শিরোনাম
লাল, হলুদ, সবুজ অঞ্চল ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতির দাবি জাসদের
প্রকাশ : ০৪ জুন ২০২০, ২১:২২
লাল, হলুদ, সবুজ অঞ্চল ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতির দাবি জাসদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লাল, হলুদ, সবুজ অঞ্চল ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতি ও ব্যবস্থাপনার দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।


বৃহস্পতিবার জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।


জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে ঢালাওভাবে লকডাউন তুলে দেয়ার আগেই সরকারের উচিত ছিল করোনা সংক্রমণের হার, ঝুঁকি ও আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী সারা দেশকে লাল, হলুদ, সবুজ-তিনটি অঞ্চলে ভাগ করে অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা চালু করা।


তারা বলেন, সরকার লাল, হলুদ, সবুজ অঞ্চলের কথা বিবেচনায় নিতে অনেক দেরি করে ফেলেছে এবং এখনো লাল-হলুদ-সবুজ অঞ্চলের ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা ঘোষণা এবং পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে দেশের যে ৮৫% ভাগ জনপদ এক মাস আগেও করোনা সংক্রমণমুক্ত নিরাপদ সবুজ অঞ্চল ছিল সেই সকল অসংক্রমিত নিরাপদ সবুজ অঞ্চলেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে।


জাসদ নেতৃদ্বয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরাসবিজ্ঞান বিশেষজ্ঞ, সংক্রামক রোগ বিশেষজ্ঞদের প্রদত্ত সুপারিশ এবং মাঠ পর্যায়ের জনপ্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের অনুশীলিত পদক্ষেপের ভিত্তিতে অবিলম্বে লাল-হলুদ-সবুজ অঞ্চলের ব্যবস্থাপনার সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা ঘোষণা এবং পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com