শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ নিয়ে যা বলছে জাসদ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৯:৩৮
প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ নিয়ে যা বলছে জাসদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।


সোমবার (৬ এপ্রিল) জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপ করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ শিল্প ও সেবা খাতকে ঘুরে দাঁড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই প্রণোদনা প্রদানের উদ্দেশ্য যেন কোনো আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি ও দূর্নীতির কারণে ব্যাহত না হয় তার জন্য সরকার ও প্রশাসনকে সজাগ ও সতর্ক থাকতে হবে।


তারা বলেন, ক্ষতিগ্রস্থ শিল্প, সেবা পুনরুদ্ধারের পাশাপাশি দেশের অর্থনীতির অন্য সকল খাতকেও সচল রাখার জন্য সুনির্দিষ্ট প্রণোদনা ও সহায়তা
প্রদান করতে হবে।কৃষক ও খামারীরা তাদের উৎপাদন অব্যাহত রেখেছেন। কৃষি খাত ও পোল্ট্রি, মৎস্য, প্রাণীসম্পদসহ কৃষি খাত যেন ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে।


বিবৃতিতে তারা আরো বলেন, কৃষকদের উৎপাদিত ফসল, খামারীদের উৎপাদিত খাদ্যপণ্য বিপননে যেন কোনো সংকট না হয় তার জন্য সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।


জাসদ নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা আওতা বাড়ানোর ঘোষণা দিলেও এ খাতে সুনির্দিষ্ট বরাদ্দের কথা ঘোষণা করেননি। সামাজিক নিরাপত্তা খাতের আওতায়: প্রবাসী রেমিট্যান্স প্রেরণকারীরা চাকুরি হারালে তাদের এবং দেশে তাদের পরিবারকে আর্থিক সহায়তা বিনাসুদে ঋণ দেয়ার জন্য আর্থিক বরাদ্দ প্রস্তুতি রাখতে হবে।


তারা আরো বলেন, গ্রামের প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা জালের আওতায় আনতে হবে। নিরুপায়-অসহায় খাদ্য সাহায্য প্রার্থীদের খাদ্য সহায়তা ও নগদ আয় সহায়তা প্রদান করতে হবে। নিম্মবিত্ত, মধ্যবিত্ত জনগণের জন্য বিনাসুদে ব্যক্তিগত ঋণের ব্যবস্থা চালু করতে হবে। বিদ্যুৎ-গ্যাস-পানিসহ ইউটিলিটি বিল আদায় তিন মাস বন্ধ এবং তিনমাসের বকেয়া বিল কিস্তিতে পরিশোধ করার সুযোদ দিতে হবে। বাড়ি ও দোকান ভাড়া প্রদানে অপারগদের কাছ থেকে তিনমাসের ভাড়া আদায় বন্ধ ও তাদের বকেয়া তিনমাসের ভাড়া পরবর্তী ছয় মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দিতে হবে, বাড়ির মালিকদের প্রয়োজনে বিনাসুদে ঋণ প্রদান করতে হবে।


জাসদ নেতৃদ্বয় বলেন, সর্বোপরি যে কোনো মূল্যে করোনাভাইরাস সংক্রমন রোধে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন, আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, টেস্ট, সনাক্তকরণ, উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য টেস্ট কিট, মেশিনপত্র, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পিপিই, মাস্ক সংগ্রহ করার জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। সাধারণ অসুস্থ মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা চালু রাখতে হবে।


জাসদ নেতৃদ্বয় বলেন, করোনা মোকাবেলার যুদ্ধে প্রথম কাতারের যোদ্ধা চিকিৎসক-নার্স-স্বাস্থকর্মী-স্বাস্থসেবার সাথে যুক্ত সকল পেশাজীবী,
পরিচ্ছন্নতা কর্মী, পুলিশসহ আইনশৃংখলা রক্ষাবাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ঝুঁকি ভাতা ও প্রণোদনা প্রদানের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে।


বিবার্তা/সাজ্জাদ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com