শিরোনাম
করোনাভাইরাস প্রতিরোধে আমাদের করণীয়
প্রকাশ : ২২ মার্চ ২০২০, ২২:৫৬
করোনাভাইরাস প্রতিরোধে আমাদের করণীয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, যুবলীগ নেতাকর্মীদের সাধ্য অনুযায়ী জনসমাগম না ঘটিয়ে জনসাধারণের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এর নির্দেশনা দিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রবিবার (২২ মার্চ) এক যৌথ বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এ কথা জানান।



বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’’ এবং নিম্নে বর্ণিত নির্দেশনা মেনে চলুন।


নির্দেশনাগুলো হলো :


(১) হ্যান্ডশেক, কোলাকুলি হতে বিরত থাকুন।
(২) খুব জরুরী না হলে ঘর থেকে বের হবেন না।
(৩) হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।
(৪) নাক-মুখ ও চোখ খালি হাতে স্পর্শ করবেন না।
(৫) ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে পরিষ্কার করুন।
(৬) জ্বর, সর্দি, শুকনা কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
(৭) মিথ্যা ও গুজব ছড়াবেন না ও গুজবে কান দিবেন না।
(৮) রান্নার আগে খাবার ভালভাবে ধুয়ে নিন এবং ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন।
(৯) যেখানে-সেখানে কফ বা থুথু ফেলবেন না।
(১০) ময়লা কাপড় বেশিদিন জমিয়ে না রেখে দ্রুত ধুয়ে ফেলুন।
(১১) জনবহুল স্থানে বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করুন।
(১২) তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।
(১৩) পণ্য মজুদ করবেন না। সকল পরিস্থিতিতে নিত্যপণ্যের দোকান খোলা রাখুন।
(১৪) ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না বরং সচেতন হোন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com