শিরোনাম
তেল-গ্যাস রক্ষা কমিটির শঙ্কা জ্যোতিষশাস্ত্র নির্ভর: হাছান মাহমুদ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৬:৪৩
তেল-গ্যাস রক্ষা কমিটির শঙ্কা জ্যোতিষশাস্ত্র নির্ভর: হাছান মাহমুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রামপাল বিদ্যুৎপ্রকল্প নিয়ে জাতীয় তেল-গ্যাস রক্ষা কমিটির শঙ্কা বিজ্ঞান নির্ভর নয় বরং জ্যোতিষশাস্ত্র নির্ভর।


শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


হাছান মাহমুদ বলেন, আমরা এতোদিন বলেছিলাম তেল-গ্যাস কিংবা সুন্দরবন রক্ষা করা এ কমিটির মূল উদ্দেশ্য নয়। তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আমাদের এ অনুমান সঠিক ছিল। কারণ ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের নতুন কর্মসূচিই প্রমাণ করেছে তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশ-ভারতের সৌহার্দপূর্ণ সম্পর্ক নষ্ট করা।


তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে সংবাদ সম্মেলন করে এ প্রকল্প নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে সকল প্রকার শঙ্কা দূর করেছেন। আওয়ামী লীগও এ প্রকল্প নিয়ে সব ধরনের আশঙ্কা দূর করার জন্য কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। এরপরেও যদি কেউ এ প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন করে, ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেয়ার কর্মসূচি দেয় তখন আর কারো বুঝতে বাকি থাকেনা এ আন্দোলন কমিটির মূল উদ্দেশ্য কী?


সিলেটে কলেজ ছাত্রীর উপরে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না, সে যে দলেরই হোক না কেন। কিন্তু বিএনপি নেতারা বলছে দেশে নাকি গণতন্ত্র নেই, তাই এমন হচ্ছে। প্রকৃতপক্ষে পেট্রোল বোমা হামলা করে জীবন্ত মানুষ পুড়িয়ে বিএনপি জামায়াত যে নৃশংসতা চালিয়েছিল তারই বিরূপ প্রভাব পড়েছে সমাজে।


হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শিক্ষক নেতা শাহজাহান সাজু, অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।


বিবার্তা/ওরিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com