শিরোনাম
‘দলীয় কার্যালয়ের কাউকে বিরক্ত করবেন না’
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৫:৩৭
‘দলীয় কার্যালয়ের কাউকে বিরক্ত করবেন না’
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ের কাউকে বিরক্ত না করার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।


শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দফতর উপ-কমটি বরিশাল বিভাগের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলনে, সব জায়গায় আমাদের চেইন অব কমান্ড মেনে ঐক্যবদ্ধ হতে হবে। অতি উৎসাহী হয়ে অফিসে এসে কাউকে বিরক্ত করবেন না। অতি বাড়াবাড়ি করবেন না।


তিনি আরো বলেন, আমারা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। নেত্রীর উপর শতভাগ আস্থা আছে। যা করার উনি করবেন। আমরা নির্বাচনের আগে ২০২১ সালের যে টার্গেট নিয়েছিলাম তার আগেই আমরা এগিয়ে গিয়েছি। এবারের সম্মেলনে ঐতিহ্যর সাথে প্রযুক্তির সমন্নয় ঘটানোর মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাবো।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলনে, এবারের সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তা করে কাউন্সিলর ও ডেলিগেটরের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী সম্মেলন কেন্দ্রে প্রবেশ করানো হবে। যাতে কেউ দলীয় লোক সেজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।


সভায় সভাপতিত্ব করনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।


বিবার্তা/ওরিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com