শিরোনাম
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।


এরইমধ্যে দলীয় কার্যালয়ে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করেছেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো. মনির হোসেন, কৃষকদল নেতা হাসান জাফির তুহিন, ছাত্রদল নেতা আব্দুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী এসময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।


পরে দুপুর পৌনে ১টার দিকে রিজভী আহমেদ এবং তার মিনিট পাঁচেক পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয় ত্যাগ করেন।


প্রসঙ্গত, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল। পরে রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে জানান, পুলিশি বাধায় তাদের ঢাকার বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়েছে এবং আগামী ২ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা দেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com