শিরোনাম
নেত্রী ২ বছর কারাগারে, আমরা নীরব: হাফিজ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৮
নেত্রী ২ বছর কারাগারে, আমরা নীরব: হাফিজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের প্রিয় দল বিএনপি।৩০ বছর যাবত আমরা এ দল করছি।দলের নেত্রী দুই বছরের অধিক সময় ধরে কারাগারে। আমরা চুপচাপ বসে আছি।রাজপথে কোনো সংগ্রামী প্রতিবাদী বার্তা আমরা দেখতে পাইনি।


শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


মেজর (অব.) হাফিজ বলেন, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে ঢাকা শহরে ভোট হয়ে গেলো। সাধারণ জনগণ কেউ ভোট কেন্দ্রে যায়নি। অর্থনীতি বিপর্যস্ত। ভবিষ্যতে সরকারি- বেসরকারি ব্যাংক দেউলিয়ার পথে অগ্রগামী হচ্ছে। কেন স্বাধীন দেশে এ অবস্থা হলো? ভাষার মাসে দাঁড়িয়ে আমরা কি শুধু অশ্রু বিসর্জন করবো? গণতন্ত্রের জন্য শুধু দুঃখ প্রকাশ করবো? নাগরিক হিসেবে আমাদের কি কিছুই করার নেই?


তিনি বলেন, চার দিকে কবরের ন্যায় নিরব শান্ত পরিস্থিতি এ রকম থাকবে না। বাঙালি কোনো স্বৈরাচারকে সহ্য করেনি। ব্রিটিশদের বিদায় করেছে, পাকিস্তানিদের বিদায় করেছে, এবার বাঙালি স্বৈরাচারকে বিদায় করার সময় সমাগত।


তিনি আরো বলেন, দেশের জনগণকে আমরা আহ্বান জানাবো আপনারা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকবেন না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আইনের শাসন কায়েম করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, প্রজন্মের সাধারণ সম্পাদক রায়হান আল মাহমুদ রানা, সহ সভাপতি মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম পলাশ, ডা. মামুন ভূইয়া, আব্দুল্লাহ আল নোমান, শারমিন রিনা, আলী মুর্তজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শামীম উল্লাহ চিশতী, সরোয়ার ইসলাম ইমন, জাকির হোসেন ও কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com