শিরোনাম
খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত ওবায়দুল কাদের
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২০
খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত ওবায়দুল কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খালেদা জিয়ার প্যারোল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেব সেই সময় আমার হাতে নেই। কাজেই একই প্রশ্ন বারবার করে বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব আমি দেব না।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে বিশেষ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, এই প্রশ্নটি করবেন না। তিনি আদালতে আবেদন করেছেন, আদালতই বিষয়টি ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা যেটা হবার সেটাই হবে। আদালত যেটা সিদ্ধান্ত নেয়ার নেবে, এটা আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারো কাছে নেই, আমাদের এখতিয়ারে নেই। কাজেই একই প্রশ্ন বারবার করে বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব আমি দেব না।


সভায় অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস আড়াই মাসের বেশি দীর্ঘায়িত হলে আমাদের চলমান কাজের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। আগামী দুই মাসে এর কোনো প্রভাব পড়বে না।


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, অবশেষে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এবং কারচুপি মুক্ত নির্বাচন হয়েছে। বিরোধীদলের এখন বোঝা উচিত যে কারচুপি মুক্ত বলেই ইভিএম ব্যবহার করা হয়েছে। এতে বোঝা যায় ইভিএমে কোন কারচুপি কিংবা জালিয়াতির সুযোগ ছিল না। যদি কোন জালিয়াতি থাকতো তাহলে নির্বাচনের রেজাল্ট ভিন্নতর হতে পারতো।


সিটি নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, এই নির্বাচন নিয়ে অনেক শঙ্কা ছিল। এবং অনেক আতঙ্কের খবর ছড়িয়ে পড়েছিল। ইভিএমকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষরা নির্বাচনকে বানচাল করার চেষ্টাও করেছিল।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com