শিরোনাম
বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভা সোমবার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৭
বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভা সোমবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।


বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাসস’কে এ তথ্য জানিয়েছেন।


আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।


তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ এবং ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।


২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করে ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।-বাসস।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com