শিরোনাম
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার : ইঞ্জিনিয়ার মোশাররফ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:২৮
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার : ইঞ্জিনিয়ার মোশাররফ
ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষা বৃত্তি প্রদান ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদানসহ পিছিয়ে থাকা নারী সমাজের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (১৮ জানুয়ারি) ফটিকছড়ির নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন যুগপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সরকারি চাকুরীসহ সবক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী। ফলে বর্তমানে দেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়েছে। শিক্ষা ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ব দরবারেও সুনাম অর্জন করছে বাংলাদেশের নারীরা।


বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খাদিজাতুল আনোয়ার সনি এমপি।


এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব ফখরুল আনোয়ার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুন, সহকারী কমিশনার (ভূমি) জানে আলম, সবুক্তগীন সিদ্দীকি মক্কী, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন, এসএম সিরাজদ্দৌলাহ, সাবেক ছাত্রলীগ নেতা বখতিয়ার সাঈদ ইরান প্রমুখ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম।


বিবার্তা/ফয়সাল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com