শিরোনাম
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা: মিলন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৭
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা: মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, দ্রব্যমূল্য আজ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা। শুধু বক্তব্য আর বিবৃতি দিয়ে জনগণকে খুশি রাখা যাবে না। বাণিজ্যমন্ত্রী স্বংয় যদি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিতে মাসখানেক সময় লাগবে তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিভাবে হবে। মন্ত্রীর এ বক্তব্যে ব্যবসায়ীরা আরো বেশি সুযোগ নেবে।


মঙ্গলবার বিকালে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির আসন্ন জাতীয় সম্মেলন সফল করতে প্রচার উপ-কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রচার ও প্রসারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম ওমর, মো. ইসহাক ভুইয়া, জি.এম বাবু মন্ডল ও জহিরুল ইসলাম মিন্টু।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com