শিরোনাম
সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপির ব্যাপক সংঘর্ষ, আহত ৭০
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২
সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপির ব্যাপক সংঘর্ষ, আহত ৭০
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন।


রবিবার (৮ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় দোকানপাট ভাঙচুর ও বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।


জানা যায়, সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। র‌্যালিটি কলেজ থেকে বের হয়ে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে পৌঁছায়।


এ সময় বিএনপিকর্মীরা র‌্যালিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির হামলা প্রতিহত করতে গেলে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।


পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫-২০টি দোকানপাট ভাঙচুরসহ বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উভয় দলের অন্তত ৭০ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


শহর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করার সময় বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে দলের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু র‌্যালিতে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি অফিসের পাশে অবস্থিত ভাসানী মিলনায়তনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছিল।


এ সময় পূর্ব পরিকল্পতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। হামলায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com