শিরোনাম
খোকার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১৬:২৫
খোকার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে অবস্থান করছেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতির আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।


জীবনের শেষ বেলায় তিনি দেশে ফিরতে চাইলেও পাসপোর্ট না থাকায় এখন আইনি জটিলতায় আর দেশে ফিরতে পারবেন না।


২০১৭ সালে খোকা ও তার স্ত্রীর ইসমত হোসেনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়। তারা এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেও কনস্যুলেট থেকে কোনো সদুত্তর আসেনি এখনও।


গত ১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হন খোকা। গত সোমবার তার শ্বাসনালি থেকে টিউমার অপরাসরণ করা হয়েছে।


খোকার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন জানান, মঙ্গলবার থেকে তার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।


সাদেক হোসেন খোকার আশু আরোগ্য কামনায় শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং ঢাকার সূত্রাপুর-কোতোয়ালি এলাকার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com