শিরোনাম
মুক্তিযোদ্ধার বাড়ি দখল করলেন পৌর মেয়র!
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:৪৪
মুক্তিযোদ্ধার বাড়ি দখল করলেন পৌর মেয়র!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের এক প্রবীণ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুট ও দখলের অভিযোগ উঠেছে। সুপ্রীমকোর্টের আদেশ ভঙ্গ করে ওই সম্পত্তির উপর বাড়ি নির্মাণের জন্য ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মানিক ইতিমধ্যে ইট ও বালু ফেলেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভুগিরা।


বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মলেন করে এ অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধার ছেলে মোঃ সেলিম আহমেদ।


লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা ইউনুছ মিয়া নায়েক সুবেদার থেকে অবসর গ্রহণ করে ১৯৮৫ সালে ভোলাতে একটি সম্পত্তি ক্রয় করেন। বাড়িটি ক্রয় করার পর ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে তাদের নামে বিভিন্ন মামলা দেন। উক্ত মামলায় তারা জয়লাভ করেন এবং মামলাটি সুপ্রীমকোর্ট পর্যন্ত গড়ালে স্থিতিশীল রাখার আদেশ দেন। কিন্তু সুপ্রীমকোর্টের আদেশ ভঙ্গ করে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ২০ লক্ষ টাকার মালামাল লুট ও দখল করা হয়।


এদিকে, মামলা দায়েরের পরও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা শঙ্কায় রয়েছেন। জালিয়াতির মাধ্যমে তাদের ভূমিহীন করার চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মলেনে অভিযোগ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধার ছোট সন্তান মোঃ রাজিব।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়ার ছোট ছেলে খাইরুল আলম রাজিব, জাকির হোসেন, জিন্নাহ, জসিম চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কাজি মনিরুজ্জামান মনির প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com