শিরোনাম
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৬:৫৯
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার দুপুর পৌনে ১টার দিকে মধুর ক্যান্টিনে এ হামলার ঘটনা ঘটে।


এর আগে দুপুর সোয়া ১১টার দিকে ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন। তাদের ফেইসবুক আইডি হ্যাক করে, তাদের নামে আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ১৬টি আইডি চালু রয়েছে।’


এজন্য তেজগাঁও থানায় জিডি করেছেন উল্লেখ করে তার নামের অ্যাকাউন্টের কোনো লেখার দায়ভার তিনি নেবেন না বলে জানান।


হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলন করে ছাত্রদলের নেতারা মধুর ক্যান্টিনে যান। সে সময় সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফেসবুক অ্যাকাউন্টের বায়োতে ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার!’ এই স্লোগান লেখা আছে দাবি করে তার শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ সংবাদ সম্মেলন করে অবস্থান করছিল। পরে সেখানে ছাত্রদল আসলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। আর এতে ছাত্রদলের চারজন আহত হন।


হামলার বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ যারা এ স্লোগান দেয় তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে আমাদের দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ছিল। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধবিরোধী স্লোগান দিলে আমাদের মঞ্চের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি।’


এর আগে শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে ফেইসবুকের একটি অ্যাকাউন্টের বায়োতে লেখা স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল- ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার!’


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com