শিরোনাম
সবাই এখন নৌকায় উঠতে চায় : তথ্যমন্ত্রী
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৪:৪১
সবাই এখন নৌকায় উঠতে চায় : তথ্যমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করত, তারা নানাভাবে পদ-পদবি পেয়েছেন।


শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।


তথ্যমন্ত্রী বলেন, এক সময় যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করত, তারা নানাভাবে পদ-পদবি পেয়েছেন। এ আবর্জনা সম্মেলনের আগেই পরিষ্কার করতে হবে। পরীক্ষিত নেতাকর্মীরাই পদ-পদবির দাবিদার। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশ ঘটেছে। এখন সবাই আওয়ামী লীগ হতে চায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়।


তিনি বলেন, আমাদের সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। যেসব অনুপ্রবেশকারী ইতোমধ্যেই ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের কারণে আমরা রাষ্ট্রক্ষমতায়। দল আমাদের রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছে। কিছু মানুষের কারণে আমাদের দলের দুর্নাম হতে পারে না।


আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তাই মাদক নির্মূলে দলের সবাইকে কাজ করতে হবে।


তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড যেন উইপোকা খেয়ে না ফেলে সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।


কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, নারী এমপি কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com