শিরোনাম
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:৪০
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের দেশের জনগণ অত্যন্ত ধর্মপ্রাণ। তাই বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠানের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে।


তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়ে আছে। তাই যে কোনো ধর্মীয় উৎসবে অন্য ধর্মের লোকেরাও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকেন।


বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।


এরশাদ বলেন, শারদীয় দূর্গোৎসব বাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূল চেতনা। সব ধর্মেরই মর্মবাণী তাই। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধর্মীয় চেতনা সর্বদাই প্রতিধ্বনিত হয়।


জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ দুর্গাপূজার আনন্দের সাথে একাত্বতা প্রকাশ করে হিন্দু জনগণের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার জন্য সর্বস্তরের জনগণের প্রতি তিনি আহ্বান জানান।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com