শিরোনাম
বিএনপির মাঝে সরকারের সবকিছু নিয়েই হতাশা: তথ্য মন্ত্রী
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৯
বিএনপির মাঝে সরকারের সবকিছু নিয়েই হতাশা: তথ্য মন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি বর্তমান সরকারের সব কর্মকাণ্ডে হতাশা বোধ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ।


সোমবার (৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘তারুণ্য ভাবনায় বাংলাদেশ’ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যেতিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারত থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তাছাড়া দু’দেশের মধ্যে আরোসম্পর্ক উন্নয়ন হবে। কিন্তু তা নিয়েও বিএনপির মাঝে হতাশা। তাদের মাঝে এতো হতাশা কেন?


প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, তরুণদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরা হবে। যাতে করে তরুণ সমাজ আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে উৎসাহী হয়ে উঠে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে একটি ফটো অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে আগামী প্রজন্ম আধুনিক বাংলাদেশের রূপকার সম্পর্কে বিশদভাবে জানতে পারে।


অনুষ্ঠানেসভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টাএইচ টি ইমাম। এতে উপস্থিত ছিলেনতথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদসহআওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।


বিবার্তা/হামীম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com