শিরোনাম
রাতেই ছাত্রদলের ভোট গ্রহণ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১
রাতেই ছাত্রদলের ভোট গ্রহণ
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিতহতে যাচ্ছে। বুধবার (সেপ্টেম্বর) রাত ৮টার দিকেবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে সংগঠনটির ১১৭টি শাখার ৫৩৩ জন নেতা ভোট দেবেন। সভাপতি পদে প্রার্থী নয়জন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।


এর আগে বিকেলে সংগঠনের নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা ঢাকাসহ সারা দেশে থেকে নয়াপল্টনে জড়ো হন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ছাত্রদলের সভাপতি প্রার্থী হাফিজুর রহমান, ফজলুর রহমান খোকন, সেক্রেটারি প্রার্থী আমিনুর রহমান, তানজিল হাসান জানান, বৈঠকে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। শাহজাহানপুরের মির্জা আব্বাসের বাসায় ভোটগ্রহণ হবে। কাউন্সিলরদের সেখানে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com