শিরোনাম
রংপুরে বিএনপির প্রার্থী রিটা রহমান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪
রংপুরে বিএনপির প্রার্থী রিটা রহমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।


রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।


এর আগে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। এর পরই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে।


রিজভী বলেন, শনিবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে রিটা রহমানকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে তারেক রহমানও যুক্ত ছিলেন।


মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন- দলের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে ২০ দলীয় জোটের রিটা রহমান, রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, বর্তমান সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।


বৈঠকে আরো ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।


গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা করে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশীরা। গত শুক্রবার সন্ধ্যার মধ্যে ২৫ হাজার টাকা করে জামানত দিয়ে মনোনয়নপত্রগুলো জমা দেয় তারা।


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com