শিরোনাম
‘বড় ধরনের ভাঙন থেকে রক্ষা পেল জাপা’
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৭
‘বড় ধরনের ভাঙন থেকে রক্ষা পেল জাপা’
রবিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টি (জাপা) বড় ধরনের ভাঙন থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, রওশন এরশাদ হবেন সংসদে বিরোধীদলীয় নেতা আর জি এম কাদের দলের চেয়ারম্যান হিসেবেই থাকবেন।


রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


এ সময় রংপুর-৩ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হবেন- জানতে চাইলে তিনি বলেন, এটি পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরে সিদ্ধান্ত নেবেন।


রাঙ্গা বলেন, সংসদে পার্লামেন্টারি কমিটির বৈঠক রয়েছে। সে সভার পর বিরোধীদলীয় নেতা নির্ধারণে পার্টির পক্ষ থেকে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দেয়া হতে পারে।


বিরোধীদলীয় নেতা নির্বাচনের পর সংসদে তাদের উপনেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নির্ধারণও করা হবে বলে জানান তিনি।


নিজের লুকিয়ে থাকার বিষয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, পরিবারে পিতামাতা যখন বিবাদে জড়ান, তখন সন্তানরা বিপদে পড়েন। দলে বড় ভাই হিসেবে আমি কিছুটা সরে পড়েছিলাম। তবে গত তিন দিনে আমি সর্বাত্মক চেষ্টা করে শনিবারের বৈঠক আয়োজন করেছি।তিনি বলেন, একটা বড় ধরনের ভাঙন থেকে জাপা রক্ষা পেয়েছে।


এর আগে আনিসুল ইসলাম মাহমুদ, ফখরুল ইমামদের শৃঙ্খলা ভাঙার অভিযোগে দল থেকে বহিষ্কারের কথা শোনা যাচ্ছিল- শুক্রবারের প্রেসিডিয়াম মিটিং শেষে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আর হচ্ছে না।


বিবার্তা/শুভ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com