শিরোনাম
বেড়ে গেলো তাজমহল দেখার খরচ
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৬:৪৯
বেড়ে গেলো তাজমহল দেখার খরচ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাড়ানো হল তাজ মহলের টিকিটের দাম। এবার থেকে বিরল এই স্মৃতিশৌধ দর্শন করতে হলে পর্যটকদের গুণতে হবে আরো বাড়তি টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।


গত আড়াই বছরে এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতের অন্যতম জনপ্রিয় ‘ট্যুরিস্ট ডেস্টিনেশন’ তাজ মহলের প্রবেশ মূল্য বাড়াল এএসআই৷ দেশি ও বিদেশি পর্যটকদের জন্য দু’ধরনের প্রবেশ মূল্য চালু আছে৷ ভারতের পর্যটকদের ক্ষেত্রে এই প্রবেশ মূল্য অতিরিক্ত ১০ রূপি বাড়ানো হয়েছে৷ বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এই দাম বেড়েছে ১০০ রূপি৷


আগে ভারতের পর্যটকদের তাজে প্রবেশের জন্য ৪০ রূপি দিতে হত৷ এখন তা বেড়ে হয়েছে ৫০ রূপি। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এই মূল্য ছিল এক হাজার টাকা। তা এবার থেকে বেড়ে হয়েছে এক হাজার ১০০ রূপি৷ এই মূল্যের সঙ্গে ৫০০ রূপি টোল ট্যাক্স কেটে নেয় আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি৷


এছাড়া সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলোর পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য বেড়ে হয়েছে ৫৪০ রূপি। আগে তাদের দিতে হত ৫০০ রূপি। এবার থেকে তাজ দেখতে হলে বাড়তি ৪০ রূপি দিতে হবে।তবে এভাবে প্রবেশ মূল্য বেড়ে যাওয়ায় তাজের জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে বলেও কেউ কেউ প্রশ্ন উস্কে দিয়েছে।


এমনিতে পরিসংখ্যান বলছে, তাজের পর্যটকদের সংখ্যা ক্রমশ নিম্নমুখী৷ পরিকাঠামো ও আইনশৃঙ্খলাজনিত কারণে বিদেশি পর্যটকেরা মুখ ফেরাতে শুরু করেছেন তাজ থেকে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে টিকিটের দাম বৃদ্ধি৷ ২০১৬ সালে শেষবার টিকিটের দাম বাড়িয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ সূত্র: কলকাতা ২৪


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com