শিরোনাম
‘টেকসই উন্নয়নে পর্যটন শিল্প বিকাশের গুরুত্ব দিতে হবে’
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ২২:৩৮
‘টেকসই উন্নয়নে পর্যটন শিল্প বিকাশের গুরুত্ব দিতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের বিকাশের বিশেষ গুরুত্ব দিতে হবে।


রবিবার পরিকল্পনা বিভাগের আওতায় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের দু’টি গবেষণা ফলাফল সংক্রান্ত কর্মশালায় তিনি এ কথা বলেন?


মুস্তফা কামাল আরো বলেন, মানুষের হাতে টাকা হলেই এক দেশ থেকে আরেক দেশে বেরিয়ে পড়ে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। শুধু এই পর্যটন শিল্পকে কাজে লাগিয়েই নেপাল অনেক বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে। তাহলে বাংলাদেশ পারবে না কেন।


রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইমইডি) সচিব মো. মফিজুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।


মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রধান তিনটি হচ্ছে পর্যটন, তথ্য ও প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবা। এসব খাতে উন্নতি করার মাধ্যমে অর্থনীতি টেকসই করা সম্ভব।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com