শিরোনাম
সৌন্দর্যের নিদর্শন দুবাই
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:২২
সৌন্দর্যের নিদর্শন দুবাই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমিরাতের এক সময়ের মৎস্য নগরী দুবাই এখন বিশ্বের সবচেয়ে দামি শহরগুলোর মধ্যে একটি। দুবাইকে বলা হয় মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র। উষর মরুভুমি সিক্ত করে বানানো হয়েছে দুবাই শহর। দুবাই আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ। এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্হিত।


১৮৩৩ সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পারিবার। দুবাইয়ের বর্তমান শাসকের নাম মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম, পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির দায়িত্বও পালন করছেন।



দুবাইয়ের প্রধান রাজস্ব আয় হচ্ছে পর্যটন, রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক সেবা। দুবাইয়ের ৩৭ বিলিয়ন ডলারের অর্থনীতিতে তেল এবং প্রাকৃতিক গ্যাস হতে রাজস্ব আসে ৬% এর ও কম। প্রতি বছর প্রায় ৭.৬ মিলিয়ন পর্যটক ভ্রমন করে দুবাই।


এছাড়া বিশ্বের নামিদামি সব ব্যবসায়ীরা ঘাঁটি গেড়েছেন এই দুবাই শহরে। দুবাই এখন স্বপ্নের শহর। এই শহরে এটিএমে টাকার পরিবর্তে বের হয় স্বর্ণ। রয়েছে আকাশচুম্বী বড় বড় প্রাসাদ। মেঘের দেশে সাতার কাটে এসব প্রাসাদ। সাগরকে শাসন করে তার মধ্যে গড়ে তোলা হচ্ছে অসাধারণ সব কীর্তি।



শহরটির সমুদ্র অংশে কৃত্তিম আইল্যান্ড ডিজাইন করা রয়েছে যার নাম পাম জুমেইরাহ। আইল্যান্ডটি ডিজাইন করেছেন এইচএইচসিপি আর্কিটেক্টস। এটি বিশ্বের সবচেয়ে বড় আর্টিফিশিয়াল আইল্যান্ড যার নির্মাণ কাজ শুরু হয় ২০০১ সালে এবং ২০০৯ সালে এটি উদ্বোধন করা হয়।


এই শহরে সৌদি বাদশা ব্যবহার করেন একটি স্বর্ণের প্রলেপ দেয়া কার। এবং কিছু দিন আগে একটি নিউজ পেয়েছি আমরা যা হাস্যকর হলেও সত্য সৌদি বাদশা তার কন্যার দিয়েছে একটি স্বর্ণের কোমোড গিফট করেন। এই শহরের পুলিশ ব্যবহার করে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন স্পোর্টস কার গুলো বুগাত্তি ভেরন, ল্যাম্বোরঘিনি, ফেরারি, অ্যাস্টন মার্টিন ইত্যাদি।



এইদুবাইতে আছে পৃথিবীর সব থেকে বড় ফুলের বাগান। ‘বার্জ খালিফা’ নামে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং রয়েছে সেখানে। পৃথিবীর একমাত্র ৭ তারকা হোটেল ‘বার্জ আল আরব’ও এই দুবাইতে অবস্থিত। ‘বার্জ আল আরব’ হোটেলের উপরে অবস্থিত, পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত টেনিস কোর্ট।


আরও রয়েছে পৃথিবীর সব থেকে বড় দামি কফি বিক্রেতা ‘Starbucks’ এর সব থেকে বড় দোকান। বরফের তৈরি ক্যাফেও আছে এখানে। এক কথায় সৌন্দর্যের নিদর্শন এবং স্বপ্নের শহর এই দুবাই। এই সৌন্দর্য্য উপভোগ করতে একবার হলেও ঘুরে আসুন দুবাই থেকে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com