শিরোনাম
ভ্রমণে যাওয়ার আগে প্যাকিং পরিকল্পনা
প্রকাশ : ১৭ মে ২০১৭, ১০:৫৩
ভ্রমণে যাওয়ার আগে প্যাকিং পরিকল্পনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● প্রথমেই সামনে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।


● এরপর একটি সাদা কাগজ নিন। কারণ বাইরে যাওয়ার আগে কি কি নিবেন তার একটি তালিকা করা জরুরি।


● কোন কোন বিভাগের জিনিসপত্র আপনার দরকার সেটা ঠিক করে নিতে পারেন। এটাও খুব গুরুত্বপূর্ণ।


● কাপড় চোপড়ের তালিকা দিয়েই শুরু করা যাক।


● বাথরুমের জিনিসপত্র ও প্রসাধনীর তালিকাটি করা খুবই জরুরি। কারণ এগুলো দৈনন্দিন কাজে খুবই প্রয়োজনীয়।


● এরপর বিনোদনধর্মী জিনিসগুলো নির্বাচন করুন।


● যদি ঘুমানোর জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভ্যাস থাকে তবে তারও একটি তালিকা করে ফেলুন।


● যদি অনেকদিনের ভ্রমণ হয় তবে জিনিসপত্রের ধোয়ার কাজে এগুলো দরকার পড়বে। এই জিনিসপত্রগুলো খুবই দরকারী কারণ ব্যাগ হারিয়ে গেলে বা বিপদে পড়লে এগুলোই আপনাকে তা থেকে উদ্ধার করবে।


● কি কি ওষুধ নিবেন তার একটি তালিকা করে ফেলুন। প্রয়োজনের সময় ফার্মেসী খুঁজে পাওয়া যায় না।


● অবসরে আপনার কি কি গ্যাজেট প্রয়োজন তা এখুনি ঠিক করুন।


● ভ্রমণে যদি কখনো ঘরের বাইরে থাকতে হয় বা রাতে বাইরে যেতে হয় সেক্ষেত্রে কিছু জিনিসপত্র সাথে নিয়ে যাওয়াটা জরুরী।


● ভ্রমণের সময় অন্যান্য প্রয়োজনীয় জিনিসও সঙ্গে রাখতে পারেন যেমন ম্যাপ, কাগজ, কলম ইত্যাদি।


● সবশেষে তালিকাটি কয়েকবার পরীক্ষা করুন কারণ অপরিচিত জায়গায় বিপদে পড়লে উদ্ধার পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। আপনার যাত্রা শুভ হোক।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com