
বসন্ত উদযাপন ও সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে পর্যটকে টইটম্বুর কুয়াকাটা সৈকত। প্রতিটি দর্শনীয় স্থান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পর্যটকদের আগমনে।
কিন্তু হোটেল বুকিং না দিয়ে যারা কুয়াকাটায় এসেছেন তারা পড়েছেন বিড়ম্বনায়। রুম না পাওয়া পর্যটকরা স্থানীয়দের বাসা-বাড়িতে অবস্থান নিচ্ছেন। স্থানীয়রাও সাদরে গ্রহণ করছেন তাদের।
পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে পর্যটকদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটা সৈকত। আগে থেকে বুকিং নেওয়া পর্যটকরা উঠেছেন তাদের পছন্দের হোটেল-রিসোর্টগুলোতে। কিন্তু বুকিং না দিয়ে আসা পর্যটকরা কুয়াকাটায় এসে রুম না পেয়ে পড়েছেন হতাশায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা পরিবারের ছোটো-বড় বাচ্চাসহ এসেছেন। তবে অনেকেই জায়গা করে নিচ্ছেন স্থানীয় বাসা-বাড়িতে।
আগে থেকেই নামীদামি তারকা হোটেলগুলোর রুম বুকিং শেষ হয়ে গেছে। মাঝারি হোটেলগুলোসহ সাধারণ হোটেলগুলোতেও এখন কোনো রুম খালি নেই।
বেশি পর্যটক আগমনের সুযোগে কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও টাকা আদায়ের অভিযোগও রয়েছে।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, হঠাৎ রেকর্ড সংখ্যক পর্যটক আসায় পর্যটন সংশ্লিষ্ট সবাই হিমশিম খেয়ে গেছে।
তবে পর্যটকরা হোটেলগুলোতে রুম না পেলেও স্থানীয়দের সহযোগিতায় অবস্থান নিয়েছেন বিভিন্ন বাসা-বাড়িতে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]