
ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৫ জানুয়ারি রাজধানীর বলাকা ভবনে টাইটেল স্পন্সরের বিষয়ে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং বিমানের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন একটি সমঝোতা স্মারকে সই করেন।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশি-বিদেশি প্রায় ৭০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১০০টি বুথ এবং প্যাভিলিয়ন তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। ভিজিটররা মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্যাকেজ ও মূল্যছাড় পাবেন।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সিদ্দিকুর রহমান, মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, মহাব্যবস্থাপক (রাজস্ব) এফএমআইএস মোহাম্মদ মিজানুর রশীদ, জনসংযোগ (ব্যবস্থাপক) মো. আল মাসুদ খান ও বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]