শিরোনাম
লরেন্স অব অ্যারাবিয়ার ভাঙ্গা বাড়ি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ২১:১৬
লরেন্স অব অ্যারাবিয়ার ভাঙ্গা বাড়ি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ থেকে এক শ' বছর আগে এই বাড়িতে (ছবি দেখুন) বাস করতেন লরেন্স অব অ্যারাবিয়া। এই অবহেলিত বাড়িটি নিয়ে বহু বিতর্ক হয়েছে। ইতিহাসবেত্তারা বাড়িটি সংস্কার করে দর্শকদের জন্য খুলে দেয়ার দাবি জানিয়েছেন। সউদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ-এর প্রেসিডেন্ট প্রিন্স সুলতান বিন সালমানেরও বাড়িটি পরিদর্শনে আসার কথা ছিল। কিন্তু তারপরও এই বাড়ির অস্তিত্ব আজ বিপন্ন।


১৯১৫ ও ১৯১৬ সালে সউদি আরবের ইয়ানবুর ওল্ড টাউনের এই বাড়িতে থাকতেন ব্রিটিশ গোয়েন্দা অফিসার টমাস এডওয়ার্ড লরেন্স, যিনি লরেন্স অব অ্যারাবিয়া নামে পরিচিত।


পর্যটকদের দেখা যায় বাড়িটি দেখতে গেছে, সেখানে ছবি তুলছে। এই পর্যটকরা সবাই যে বিদেশী তাও নয়। সউদি অনেকেও আছে, এই বাড়ি ও এর ইতিহাসের প্রতি যাদের আকর্ষণ রয়েছে।


সউদি আরবে অনেকে বিশ্বাস করেন, লরেন্স এখানে এসেছিলেন আরব বিশ্বকে সাহায্য করার জন্য। কিন্তু বিপ্লবী আরব বাহিনীকে সঙ্গে নিয়ে যে ঐতিহাসিক মিশনে তিনি নেমেছিলেন, নিজ সরকারের সমর্থনের অভাবে সেটি তিনি সম্পন্ন করে যেতে পারেননি।


ইয়ানবুর প্রবীণরা জানান, লরেন্স যাওয়ার পর ওই বাড়িতে আর কেউ থাকেননি। এমনকী এক রাতের জন্যও থাকার সাহস করেনি কেউ। কারণ, জনশ্রুতি ছিল যে, ওই বাড়িতে জ্বিন-ভূত থাকে।


১৯১৬-১৮ সালের আরব মহাবিদ্রোহের সময় ব্রিটিশ ও আরব বাহিনীর মধ্যে যোগাযোগ রক্ষাকারী লরেন্স অব অ্যারাবিয়া এই বাড়িতেই থাকতেন। বাড়িটি দোতলা এবং সমুদ্রের দিকে মুখ করা। নিচ তলায় আছে একটি বেডরুম ও একটি লিভিংরুম। গত কয়েক দশকে এটি বেশ অবহেলার শিকার হয়। এর গেটটি ভেঙ্গে যায়, ছাদটি ঝুরঝুরে হয়ে পড়ে।


বাড়িটির ইতিহাস জেনে এর মূল্য সম্বন্ধে সচেতন হয় স্থানীয় লোকজন। মদিনার ইতিহাসবিদ আদনান বিন ইসা আল-ওমরী বলেন, এই ভবন আরব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সংস্কার ও সংরক্ষণ করা উচিত।


কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ-এর ইয়ানবু শাখার পরিচালক সামের আল-আনিনাও একই মত প্রকাশ করেন। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com