শিরোনাম
সন্ধ্যার পর মন্দিরে তৈরি হয় ছমছমে পরিবেশ!
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০৯:০১
সন্ধ্যার পর মন্দিরে তৈরি হয় ছমছমে পরিবেশ!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আপনি কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন? অথবা অকুতোভয়? অথবা রহস্য রোমাঞ্চ পছন্দ? তাহলে আপনাকে যেতেই হবে রাজস্থানের এই মন্দিরে ৷ কারণ এই মন্দির আপনাকে এক অন্য রকম অনুভূতি এনে দেবেই৷ রাজস্থানে কিরাডুর রহস্যময় মন্দির৷


তবে খাজুরাহোর সঙ্গে এর মিল থাকায় অনেকে একে রাজস্থানের খাজুরাহো-ও বলে থাকেন৷ রাজস্থানে বারম শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে এই কিরাডু মন্দির৷ আর এখানেই রাত্রিবাসের কথায় কেউ ভুলেও রাজি হয় না৷ কেনো জানেন?


জানা যায়, একসময় পারমার রাজ বংশে সোমেশ্বর নামে এক রাজা ছিলেন৷ তার আমলেই তুর্কি অভিযান ঘটে৷ তুর্কি আক্রমণে যারপরনাই ক্ষতি হয় কিরাডুর৷ এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে রাজা এক সন্ন্যাসীর শরণাপন্ন হলে, সেই সন্ন্যাসী তার শিষ্যকে রেখে যান কিরাডুতে৷


পরবর্তীকালে ধীরে ধীরে কিরাডু আবার সমৃদ্ধ হয়ে ওঠে, কিন্তু সেই শিষ্যের কথা কেউ মনে রাখে না, শুধুমাত্র এক কুম্ভকারের স্ত্রী ছাড়া৷ এমনকি তার অসুস্থতাতেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না৷ সন্ন্যাসী ফিরে এসে এই অবস্থা দেখলে তিনি ক্ষোভে ফেটে পড়েন৷ তৎক্ষণাৎ তার অভিশাপে কিরাডু পাথরে পরিণত হয়৷ তবে কুম্ভকারের স্ত্রী কে সন্ন্যাসী বলেন সন্ধ্যার আগে কিরাডু ছেড়ে চলে যেতে৷


তবে যাওয়ার সময় পিছনে ফিরে তাকালে সেও পাথর হয়ে যাবে৷ কুম্ভকারের স্ত্রী সন্ন্যাসীর কথা মতো কিরাডু ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, তবে যেতে যেতে কৌতূহলের বশে পেছনে ফিরে তাকানোর ভুল করলে সেও পাথর হয়ে যায়৷


সন্ন্যাসীর এই অভিশাপ এবং কিরাডুর এই ঘটনার বাস্তব কোনো প্রমাণ না থাকলেও এই প্রচলিত কথা বিশ্বাস করেন স্থানীয় অনেকেই৷ সন্ধ্যাবেলা তাদের নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দ যেনো পাথর ভেদ করে বেরিয়ে আসে এই কিরাডুতে৷ ছায়ামূর্তিরা যেনো ঘুরে বেড়ায় কিরাডু জুড়ে৷


জনমনুষ্যহীন হয়ে পড়ে কিরাডুর মন্দিরগুলি৷ এমন একটি রোমহর্ষক বিষয় কি আপনাকেও টানছে কিরাডুর মন্দিরে৷ যাবেন না কি গরম কমলে? যেতে পারেন, তবে সাবধান! দুর্বল হৃদয় হলে মোটেও এই অ্যাডভেঞ্চারের দরকার নেই। জীবনের চেয়ে অ্যাডভেঞ্চার বড় না!


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com