শিরোনাম
৫০ হাজার টাকায় যেতে পারবেন এই ৫ দেশে
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৭, ০৮:২৬
৫০ হাজার টাকায় যেতে পারবেন এই ৫ দেশে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিদেশ ভ্রমণ কার না ভালো লাগে? কম বেশি সবারই সাধ থাকে দেশ ছেড়ে বিদেশ বেড়াতে যাওয়ার। কিন্তু সাধ থাকলেই কি আর সাধ্যে কুলোয়? না। অনেক পরিবারেরই সাধ আর সাধ্যের সমন্বয় না হওয়ায় দেশ ছেড়ে বিদেশ বেড়াতে যেতে পারেন না। এ নিয়ে তাদের মনেও অনেক আফসোস থেকে যায়। হতাশ হয়ে অনেকে বলে থাকেন, তবে কি আমাদের বিদেশ বেড়ানো সম্ভব আর হবে না?


কেন হবে না? অবশ্যই হবে। এবং তা আপনার সাধ ও সাধ্যের মধ্যেই হবে। তাহলে এত মন খারাপ কেন? এখনই প্রস্তুতি নিতে থাকুন। খুব অল্প খরচেই বিশ্বের খুব সুন্দর পাঁচটি দেশের যে কোন একটিতে ঘুরে আসুন। কিভাবে? আর কত খরচ পড়বে?


আইফোন সিক্স-এর দাম কি আপনার জানা আছে? এই ফোনটির দাম ৫০ হাজার। কোথাও একটু বেশি বা কমেও পাওয়া যায়। হ্যাঁ, এই আইফোন সিক্স-এর দামের থেকেও আরও অনেক কম খরচে আপনি বেড়াতে যেতে পারবেন বিদেশে তাহলে কিভাবে এবং কোথায় কোথায় যাওয়া যাবে, আর খরচই বা কত পড়বে, রইলো সে খবর।


শ্রীলঙ্কা: ছবির মতো সুন্দর ভারতের এই প্রতিবেশী দেশ। কোনও ট্রাভেল এজেন্টের সাহায্য নেবেন না। নিজের বাড়িতে বসে ইন্টারনেটের সাহায্যে প্লেনের টিকিট বুক করুন, হোটেল বুক করুন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। দেখবেন, ঘোরার খরচা হাজার ৩৫-এর বেশি পড়বে না।


থাইল্যান্ড: ‘ব্যাচেলরস প্যারাডাইজ’ বলে পরিচিত এই দেশ, নিজের অবিবাহিত বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পক্ষে আদর্শ জায়গা। খাওয়াদাওয়া অসাধারণ। স্ট্রিট সাইড শপিং-এর পক্ষেও খুব ভাল এই দেশ। যাতায়াত, থাকা-খাওয়া সব মিলিয়ে খরচা ৪০ হাজার ছাড়াবে না।


মালয়েশিয়া: ঐতিহাসিক সমৃদ্ধি আর প্রাকৃতিক সৌন্দর্য— দু’টোর জন্যই বিশিষ্ট এই দেশ। গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার পক্ষে দারুণ জায়গা। খরচ? ৩২ হাজার টাকার মধ্যে।


ভুটান: ভারতের গা-ঘেঁষা এই পাহাড় ঘেরা প্রতিবেশী দেশটির প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়ার মতো। পাহাড়ের কোলে কোলে নৈঃশব্দ্যের মধ্যে নিজেকে খুঁজে নেওয়ার পক্ষে আদর্শ এই দেশ। মোটামুটি ভালভাবে ঘোরার খরচও ৪০ হাজারের বেশি হবে না।


সিঙ্গাপুর: আধুনিকতা ও প্রযুক্তিতে চোখ ধাঁধাঁনো এই দেশে ঘোরার খরচ কিন্তু বেশি নয়। এখানকার ইউনিভার্সাল স্টুজিওটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার পক্ষে খুব ভাল জায়গা। ধাঁ-চকচকে রাস্তাঘাট, শপিং মল— দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে। মোট খরচ? ৪০ হাজারের কমই।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com