শিরোনাম
গ্রীসে ১৫ জুন থেকে পুনরায় পর্যটন মৌসুম শুরু
প্রকাশ : ২২ মে ২০২০, ২০:৩৭
গ্রীসে ১৫ জুন থেকে পুনরায় পর্যটন মৌসুম শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস লকডাউনের পরে অর্থনীতি জোরদারের প্রধান খাত হিসেবে গ্রীস ১৫ জুন থেকে পুনরায় পর্যটন মৌসুম শুরু করবে উল্লেখ করে গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিসোটাকিস বুধবার বলেছেন, ১ জুলাই পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।


দুই মাসের বেশি সময় ধরে চলমান কোভিড-১৯ মহামারিতে ১৭০ জনের কম লোকের মৃত্যু হয়েছে উল্লেখ করে মিসোটাকিস বলেন, “করোনা মোকাবেলায় এই সাফল্য -সুরক্ষা, বিশ্বাসযোগ্যতা ও সুস্বাস্থ্যের পাসপোর্ট হিসেবে পর্যটকদের আকৃষ্ট করবে।”


তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে স্বাস্থ্য সুরক্ষায় আমরা যেভাবে সফল হয়েছি, অর্থনৈতিক লড়াইয়েও আমরা এভাবে সফল হবো। পর্যটক আকর্ষণের জন্য সকল পরিবহনে আগামী ৫ মাসের জন্য কর বর্তমান ২৪ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com