শিরোনাম
ঘুরে আসুন বাহামাস দ্বীপপুঞ্জ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৩
ঘুরে আসুন বাহামাস দ্বীপপুঞ্জ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যারা সমুদ্রতট পছন্দ করেন তাদের ভ্রমণের জন্য আদর্শ জায়গা হতে পারে এই বাহামাস দ্বীপপুঞ্জ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বে, কিউবা ও হিস্পানিওলা দ্বীপের উত্তরে অবস্থিত। প্রায় ৭০০টি দ্বীপের সমন্বয়ে নীল সমুদ্রের ধারে গড়ে উঠেছে এই শৃঙ্খলাকার দ্বীপপুঞ্জ।


কমনওয়েল্থ অভ বাহামাস নামে সরকারিভাবে পরিচিত দেশটি কমনওয়েল্থ অভ নেশন্সের একটি স্বাধীন সদস্য। বাহামা দ্বীপপুঞ্জের অবস্থান, জলবায়ু ও ভূগোল এটিকে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে।



উষ্ণ উপসাগরীয় স্রোতের কাছে অবস্থিত হওয়ায় সারা বছরই এখানকার জলবায়ু খুব মৃদু। তাই চাইলেই সেখানে যাওয়া যেতে পারে বছরের যে কোনও সময়ে। যদি হাতে সময় থাকে তাহলে আর দেরি না করে ঘুরে আসুন বাহামাস দ্বীপপুঞ্জ।


এখানে নীল সমুদ্রের পাশে অনেক সুন্দর সুন্দর সমুদ্রসৈকত অবস্থিত। যুক্তরাষ্ট্র ও আরও দূরের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক এখানে বেড়াতে আসেন। প্রকৃতি প্রেমিদের মন ফিরতে চাইবে এখান থেকে। দেশটির রাজধানী নাসাউ।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com