শিরোনাম
সরকার কর্তৃক ন্যায্য মূল্যে ধান কেনার দাবি
প্রকাশ : ১৭ মে ২০১৯, ১৩:০১
সরকার কর্তৃক ন্যায্য মূল্যে ধান কেনার দাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার কর্তৃক ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমরা কৃষক সন্তান সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, কৃষকেরা তাদের অতি কষ্টে ফসল ফলিয়ে সেই ফসলের ন্যায্য মূল্য পায় না। এখন বাজারে ধানের যে দাম তাতে উৎপাদন খরচই উঠছে না। অথচ এই ধানের ওপরই একটি কৃষক পরিবারের সব কিছু নির্ভর করে।


গোলাম কুদ্দুস বলেন, এখন ধানের যে দরপতন হয়েছে এর জন্য এক শ্রেণির সিন্ডিকেট দায়ী। এসব সিন্ডিকেটদের প্রতিহত করতে হবে । সরকার কর্তৃক ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে।


গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, গতকাল গণমাধ্যমে দেখলাম, সরকার ধানের মণ ১০৪০ টাকা নির্ধারণ করেছে। আমরা বিশ্বাস করি, এটা ন্যায্য মূল্য হয়নি। আরো বেশি হলে কৃষকের জন্য ভালো হতো। তারপরেও সরকার যে দ্বিগুণ দাম বৃদ্ধি করেছে, তার জন্য সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা চাই, সরকার সরাসরি নির্ধারিত দামে কৃষকের কাছ থেকে ধান কিনুক। মাঝখানে যে ফঁড়িয়া গ্রুপ রয়েছে, যদিও সেটা ভাঙ্গা কঠিন। তারপরেও সরকার চাইলে ফঁড়িয়া গ্রুপকে উপেক্ষা করে কৃষকের অধিকার ফিরিয়ে দিতে পারে । আমরা এই শাহবাগ থেকে এ ঘোষণাটা দিতে চাই, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ ।


মানববন্ধন থেকে সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করা হয় । দাবিগুলো হলো-


১. অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যে প্রকৃত কৃষকের নিকট থেকে ধান ক্রয় করতে হবে ।


২. ফঁড়িয়া, দালাল ও মজুদদারীদের শক্তিশালী সিণ্ডিকেট ভেঙ্গে দিতে হবে।


৩. অবিলম্বে কৃষি বীমা চালু করতে হবে।


৪. হাওড় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র অঞ্চলসহ দেশের কৃষকদের নিয়ে সঠিক ডাটাবেজ প্রস্তুত করে একটি উপযুক্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।


৫. কৃষি ঋণ আদায়ে জুলুম বন্ধ করতে হবে।


৬. সহজশর্তে কৃষি ঋণ ব্যবস্থা করতে হবে।


৭. অপরিকল্পিতভাবে চাল আমদানি –রপ্তানির বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে।


৮. কৃষি বিপনন অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে।


৯. কৃষিতে ভর্তুকির বিষয়ে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে।


মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আমরা কৃষক সন্তান সংগঠনের সহ সভাপতি নিকুঞ্জ হালদার, সুপ্রীম কোর্টের আইনজীবী মিণ্টু কুমার মণ্ডল, হুমায়ূন কবিরসহ প্রমুখ।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com