শিরোনাম
১৪ এপ্রিলের এই দিনে
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৯, ০৯:২০
১৪ এপ্রিলের এই দিনে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ১ বৈশাখ বাংলা নববর্ষ। সময়ের পরিক্রমায় আবার এসেছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এর মধ্য দিয়ে মহাকালের গর্ভে হারিয়ে গেল হাসি-কান্না, আনন্দ-বেদনা, চাওয়া-পাওয়া ও না-পাওয়ার তৃপ্তি ও অতৃপ্তিমাখা আরো একটি বছর। আজ ১৪২৫ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হচ্ছে নতুন বছর ১৪২৬।


১৫৬৩ খ্রিস্টাব্দের এই দিনে পঞ্চম শিখগুরু অর্জুনদেবের জন্ম।


১৬৫৯ খ্রিস্টাব্দের এই দিনে দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।



১৬৮০ খ্রিস্টাব্দের এই দিনে মারাঠা নেতা ছত্রপতি শিবাজীর মৃত্যু।


১৮২৮ খ্রিস্টাব্দের এই দিনে ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।


১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।


১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবির জন্ম।


১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয় ।


১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা পিসি যোশীর জন্ম।


১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে নিউফাউল্যান্ডের হিমবাহের কাছে সমুদ্রগামী বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে দেড় সহস্রাধিক মানুষের প্রাণহানি।


১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কির মৃত্যু।


১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে সরোদিয়া আলী আকবর খানের জন্ম।


১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে বম্বের ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদভর্তি জাহাজে বিস্ফোরণ। ১২ শতাধিক লোকের মৃত্যু।


১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে অরুনা আসফ দিলি্ল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নির্বাচিত।


১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয় ।


১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ভারত কর্তৃক সিকিম দখল।


১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।


১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ারের মৃত্যু।


১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রতিষ্ঠা।


১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তানে শান্তির জন্য জেনেভা চুক্তি স্বাক্ষর।


২০০২ খ্রিস্টাব্দের এই দিনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার গ্রহণ করেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com