শিরোনাম
পাঁচ পথশিশুকে সম্মাননা দিলো ‌‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৬, ২১:১২
পাঁচ পথশিশুকে সম্মাননা দিলো ‌‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওরা পাঁচজন। নাসিমা, ময়না, অনিক, সাগর ও শাকিল। বয়স ৬ কি ৭। এ বয়সে পরিবারের ছায়ায় আদরে বেড়ে ওঠার কথা। স্কুলে পড়াশোনা করার কথা। বিকেল হলেই বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা।


কিন্তু এরা সুবিধাভোগী আর দশটা ছেলে-মেয়েদের চেয়ে একেবারেই আলাদা। সমাজের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। হাট-বাজার, রাস্তা-ঘাটে ময়লা-নোংরা নালা ঘেঁটে চলে জীবন। পরিত্যক্ত পলিথিন, বোতল, কাগজ কুঁড়িয়ে নিজের পেট চালায়। কখনও আধ পেটা, কখনও না খেয়ে পথে-ঘাটে ঘুরে বেড়ায়, ফুটপাতে রাত কাটায়।


সমাজের কাছে অচ্ছুৎ তারা, অবহেলিত। কিন্তু তারাও অজান্তেই পরিবেশ-পরিচ্ছন্ন রাখছেময়লা-আবর্জনা ঘেঁটে নানা রকম বর্জ্য কুঁড়িয়ে। ঢাকা মহানগরীতে এ রকম শিশুর সংখ্যা অসংখ্য। তারপরেও কিছু শিশু ব্যতিক্রম, তেমনি পাঁচ পথ শিশুকে ‘প্রকৃতির বন্ধু পথশিশু’ সম্মাননায় দিলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।


শনিবার ছিল সংস্থার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তাদের সম্মাননা দেয়া হয়। তাদের নিয়ে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক।


রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। স্বাগত বক্তব্য দেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।



অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ড. ইনাম আল হক, মঞ্জুরুল হান্নান খান, ড. মনোয়ার হোসেন, ড. নূরজাহান সরকার, আবদুল ওহাব, ড. ইশতিয়াক সোবহান, ড. জসিম উদ্দিন ও জুনায়েদ কবির।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com