শিরোনাম
দীপালোক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ২০:৩৭
দীপালোক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘দীপালোক ফাউন্ডেশন’। এ উপলক্ষে রবিবার রাজধানীর গুলশান ‘অল কমিউনিটি ক্লাব’ মিলনায়তনে আলোচনাসভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের চেয়ারম্যান শরীফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম।


অনুষ্ঠান উদ্বোধন করেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর মহাসচিব লেখক ও সাংবাদিক হারুন হাবীব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সমর চন্দ্র পাল, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৮টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।


সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ, এমপি, অর্থনীতিতে কাজী আকরাম উদ্দিন আহমেদ (সাবেক সভাপতি, এফবিসিসিআই), সাহিত্য ও সংস্কৃতিতে প্রফেসর ড. মোহীত-উল আলম (উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), সঙ্গীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক উমা খান, তথ্য-প্রযুক্তিতে মোস্তফা জব্বার, সাংবাদিকতায় নঈম নিজাম (সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন), নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে গুলশান নাসরীন চৌধুরী (চেয়ারপার্সন, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন) এবং শিক্ষা ক্যাটাগরিতে লায়ন এম. কে. বাশার (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ)।


সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক উমা খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলম আরা মিনু, মৌসুমী ইকবাল, ক্লোজআপ তারকা নোবেল চৌধুরী, রাবু, পার্থ, ক্ষুদে গানরাজ আশা ও নীলা চৌধুরী। নৃত্য পরিবেশন করেন, মৌ, কান্তা, সাদিয়া।


অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও কালান্তর গ্রুপ। মিডিয়া পার্টনার কালান্তর নিউজ ডটকম।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com