শিরোনাম
ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার ও গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণার দাবি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:০২
ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার ও গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণার দাবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রকাশ্যে গণমাধ্যমে একজন নারীকে চরিত্রহীন বলার অপরাধে ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার ও তাকে সকল গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন।


গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ২০ অক্টোবর, ২০১৮ রোজ শনিবার, বিকাল ৪ টায় গৌরব’৭১ এর আয়োজনে শাহবাগ প্রজন্ম চত্বরে প্রকাশ্যে গণমাধ্যমে একজন নারীকে চরিত্রহীন বলার অপরাধে ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার ও তাকে সকল গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।


এই মানববন্ধনে উপস্থিত থাকবেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


উল্লেখ্য, গৌরব ’৭১ মুক্তিযুদ্ধের পক্ষের একটি সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। সংগঠনটি স্বাধীনতাবিরোধীদের অপপ্রচার ও গুজব রোধে কাজ করছে। বেশ কয়েক বছর ধরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com