শিরোনাম
খুনি নূর চৌধুরীকে ফেরাতে ঢাবিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৮
খুনি নূর চৌধুরীকে ফেরাতে ঢাবিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবিতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইনে স্বাক্ষর সংগ্রহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ চলছে।


বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলের প্রধান গেইটে এ ক্যাম্পেইন বসে, যা চলে বিকাল ৫টা পর্যন্ত। পরদিন বৃহস্পতিবারও একই সময়ে ক্যাম্পেইন চলবে বলে জানান আয়োজকরা।


ক্যাম্পেইন কার্যক্রম তত্ত্বাবধান করছেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহসান হাবীব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ভূঁইয়া মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম প্রমুখ।


বুথে সার্বক্ষণিক ছিলেন, ছাত্রলীগ শহীদুল্লাহ হল শাখার সাবেক সহ-সভাপতি ফয়সাল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল হুসেইন, ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক শাহ আলম ও জুলফিকার রহমান।


ক্যাম্পেইন কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আয়োজনের অন্যতম সদস্য ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিবার্তাকে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে আমরা যে ১২ জন খুনিকে দেখেছি। নূর চৌধুরী তার মধ্যে অন্যতম আত্মস্বীকৃত খুনি।


তিনি বলেন, মেজর জিয়া এ খুনিকে বিদেশ পাঠিয়েছে, কূটনৈতিক সহযোগিতা করেছে। আমরা চাই, বঙ্গবন্ধুর বিচারের মামলায় নূর চৌধুরীর যে মৃত্যুদণ্ড হয়েছে, তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা হোক। আমরা এ কারণে অনলাইন স্বাক্ষর সংগ্রহে পিটিশন ক্যাম্পাইন করছি, যা খুনি নূরকে ফিরিয়ে আনতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে।


মাহফুজ আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীকে সাজা দিতে ছাত্রলীগের নেতা হিসেবে এ ক্যাম্পেইন করছি না, এটা করছি সচেতন নাগরিক হিসেবে। প্রত্যেক সচেতন নাগরিকের এ অনলাইন স্বাক্ষর পিটিশনে স্বাক্ষর করা উচিত বলে মনে করেন তিনি।


প্রসঙ্গত, গত সোমবার ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ স্বাক্ষর সংগ্রহ পিটিশন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এ অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক সাংস্কৃতিক সংগঠন গৌরব৭১, কানাডা আওয়ামী লীগ অল ওভারসিস বাংলাদেশী, মুভমেন্ট ফর ডিপারটেশন অব কিলার নুর চৌধুরী টু বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছিল।



উল্লেখ্য, আইপিটিশন নামক ওয়েবসাইটের https://www.ipetitions.com/petition/petition-for-deportation-of-killer-nur-chowdhury লিঙ্কে গিয়ে অনলাইনে পিটিশনটি দাখিল করা যাবে।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com