শিরোনাম
খুনি নূর চৌধুরীকে ফেরাতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ হবে
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৪
খুনি নূর চৌধুরীকে ফেরাতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ হবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবিতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইনে স্বাক্ষর সংগ্রহ করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর, সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই কর্মসূচি শুরু হবে।


ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করেছে গৌরব’৭১, কানাডা আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগ। অনলাইনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির সূচনা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আব্দুস সবুর, 'গৌরব’৭১' এর উপদেষ্টা ও সংসদ সদস্য সানজিদা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান প্যাটেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গৌরব’ ৭১ এর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনি, গৌরব’ ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন প্রমুখ।


এছাড়া কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, কানাডায় বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব অপর্ণা পালসহ কানাডায় বাংলাদেশ দূতাবাস এবং কানাডা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির সূচনা পর্বে অংশ নেবেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com