শিরোনাম
বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে বিএটিবির তামাক প্রচারণা!
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ২০:২১
বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে বিএটিবির তামাক প্রচারণা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এবছরও বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবস্থলে সিগারেট বিক্রয় কেন্দ্রসহ ধূমপান এলাকা (Smoking Zone) স্থাপন করে এই আয়োজনে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রমাণ করেছে।


অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ধূমপানের সকল উপকরণ বহন নিষিদ্ধ করা হলেও গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই বিএটিবির সুসজ্জিত সিগারেট বিক্রয়স্থল সকল শ্রোতা-অতিথির দৃষ্টি আকর্ষণ করছে। তামাক নিয়ন্ত্রণ আইন দ্বারা বাংলাদেশে যেকোন উপায়ে তামাকপণ্যের বিজ্ঞাপন এবং প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকায় সুচতুরভাবে নিজেদের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে এই বহুজাতিক তামাক কোম্পানিটি।


বেঙ্গল ফাউন্ডেশন এই সংগীতানুষ্ঠানটি ইতিপূর্বে ভারতের বৃহত্তম তামাক কোম্পানি আইটিসি লিমিটেডের (ভূতপূর্ব ইন্ডিয়া টোব্যাকো কোম্পানি লিমিটেড) আইটিসি সংগীত গবেষণা একাডেমির প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিবছর আয়োজন করলেও ২০১৩ সালে তারা অনুষ্ঠানের শিরোনাম থেকে ‘আইটিসি-এসআরএ’অংশটুকু বাদ দিয়ে দেয়। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩’এর লংঘন এড়াতেই তারা এই পন্থা অবলম্বন করে থাকতে পারে। কেননা তামাক নিয়ন্ত্রণ আইনের ৫(গ) ধারা অনুসারে কোনো তামাক কোম্পানি এই ধরনের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতে পারে না।


বিএটির এদেশীয় প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ২০১৫ সালে উৎসবস্থলে একটি সিগারেট বিক্রয় কেন্দ্রসহ ধূমপান এলাকা (Smoking Zone) স্থাপন করে, যা পুরো আয়োজনে তাদের সম্পৃক্ততা নিশ্চিতভাবে প্রমাণ করে। অথচ এই অনুষ্ঠান কেন্দ্রস্থল বাংলাদেশ আর্মি স্টেডিয়াম একটি পাবলিক প্লেস এবং আইন অনুযায়ী ধূমপানমুক্ত এলাকা।


বেঙ্গল ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারেও (২০১৬) ২৪ থেকে ২৮ নভেম্বর এই অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ বিএটিবি’র প্রচ্ছন্ন ও প্রত্যক্ষ উপস্থিতি অব্যাহত থাকবে বলে তামাকবিরোধী সংগঠনসমূহ পূর্বেই আশংকা প্রকাশ করেছিল, যা সত্য প্রমাণিত হয়েছে। সূত্র : প্রজ্ঞা


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com