শিরোনাম
ঈদে পরিবার ছেড়ে জনগণের সেবায় ফায়ার সার্ভিস
প্রকাশ : ২২ আগস্ট ২০১৮, ১৪:২২
ঈদে পরিবার ছেড়ে জনগণের সেবায় ফায়ার সার্ভিস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনগনের সেবায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সার্বক্ষণিক প্রস্তুত আছে। এ ছাড়াও ঢাকা শহরে ১০০০ সদস্য ও গাড়ীপাম্প সরঞ্জামসহ স্ট্যান্ডবাই আছে। ১০০ জন ফায়ার কর্মী সার্বক্ষণিক টহল ডিউটিতে আছে। যাতে করে যে কোনো অগ্নি দুর্ঘটনা তাৎক্ষণিক মোকাবেলা করা যায়। কথাগুলো বলছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) মেজর একেএম শাকিল নেওয়াজ।


তিনি বলেন, ঈদের কয়েক দিন আগে থেকে প্রত্যেকটি বাসষ্ট্যান্ড, নৌবন্দরে আমাদের কর্মীরা ষ্ট্যান্ডবাই ডিউটিতে ছিল। ১৫টি নৌবন্দর এবং ৯২টি রুট টহলে ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বক্ষণিক ডিউটিতে ছিল।


উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, আমার জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত। তাই আমরা যদি বাবা-মা, ছেলে-মেয়ের কথা চিন্তা করে বাড়িতে ঈদ করতে যাই তবে জনগণের সেবায় ব্যাঘাত ঘটবে। ঈদের দিনেও মানুষকে সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে হয়। মানুষের সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য।


বিবার্তা/খলিল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com